আদিবাসী অধ‍্যুষিত এলাকায় গণবন্টন ব‍্যবস্থা সচল করতে সমীক্ষা শুরু করলো ভোরাই

30th August 2020 2:54 pm বীরভূম
আদিবাসী অধ‍্যুষিত এলাকায় গণবন্টন ব‍্যবস্থা সচল করতে সমীক্ষা শুরু করলো ভোরাই


মহঃ আজহারউদ্দিন ( বীরভূম ) : বীরভূমের ভাঁড়কাটা গ্রাম পঞ্চায়েতের আদিবাসী অধ্যুষিত গ্রামগুলি থেকে অভিযোগ উঠেছিল বেশির ভাগ মানুষ রেশন পাচ্ছেন না । কারোর রেশন কার্ড হয়নি, কেউ ভিন রাজ্য থেকে বিয়ে হয়ে এখানে এসেছেন কিন্তু এখনও রেশন কার্ড তৈরি হয়নি, যার ফলে রেশন পাচ্ছেন না তারা । এবিষয়ে স্থানীয় আদিবাসী মানুষজন রাজ্যের কৃষিমন্ত্রী ডঃ আশীষ বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হন । আশীষ বাবু জেলা প্রশাসনের উচ্চ পদস্ত আধিকারিকদের সঙ্গে আলোচনা করে নির্দেশ দেন সকলেই যেন রেশন পায় তার ব্যবস্থা করার জন্য ।  ও‍ই গ্রামগুলিতে ভোরাই এর আদিবাসী সদস্যরা সমীক্ষা শুরু করে । প্রাথমিক ভাবে ভাঁড়কাটা গ্রামপঞ্চায়েতের  পলাশবুনি, জেঠিয়া, ঢোলকাটা গ্রামে সমীক্ষা চালানো হয় । তিন দিনের সমীক্ষায় প্রায় ৪৫০ মানুষের নাম উঠে এসেছে যারা রেশন পান না । জেঠিয়া গ্রামের ৫১ বছর বয়সি সুরজমুনি মুরমু জানায়  দীর্ঘদিন ধরে আমার রেশন কার্ড নেই তাই রেশনের কোনো কিছু মাল পায়না । স্থানীয় গ্রামপঞ্চায়েত সদস্য গুপিন মার্ডী বলেন দীর্ঘদিন রেশন পাচ্ছেন না কিছু মানুষ তাই আমরা মন্ত্রী সাহেবের কাছে আমাদের অভিযোগ জানিয়েছিলাম তার পরিপেক্ষিতে সদর মহকুমা শাসক আমাদের সঙ্গে কথা বলার জন্য আসেন এবং আমাদের অভিযোগ শুনে যান । কৃষিমন্ত্রী ডঃ আশীষ বন্দ্যোপাধ্যায় বলেন ওই এলাকার মানুষজনদের অভিযোগ পেয়েছিলাম ত‍ৎক্ষনাৎ জেলাশাসক‍কে নির্দেশ দিয়েছি সকলকে রেশনের ব্যবস্থা করবার জন্য এবং বিষয়টি আমার নজরে রয়েছে সেখানে বর্তমানে সমীক্ষার  কাজও শুরু হয়েছে । ভোরাই এর সদস্যা বাবলী হাঁসদা জানায় বেশিরভাগ মানুষ জঙ্গলমহল স্পেশাল কোটাতে রেশন পেলেও পরিবারের কারোর না কারোর রেশন কার্ড নেই আমরা সেইসব মানুষের খোঁজ করছি । মহকুমা শাসকের নির্দেশে  আমরা এই সমীক্ষা করছি যাতে করে সবাই রেশন পায় ।





Others News

অবৈধ বালি উত্তোলন বন্ধে ড্রোন ক‍্যামেরায় নজরদারি জেলা পুলিশের

অবৈধ বালি উত্তোলন বন্ধে ড্রোন ক‍্যামেরায় নজরদারি জেলা পুলিশের


নিজস্ব সংবাদদাতা ( বীরভূম ) : মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় বারবার অবৈধ বালি খাদান ও বালি পাচার রোধে কড়া পদক্ষেপ গ্ৰহণের কথা জানিয়েছেন । তবুও রাজ‍্যের নানা জায়গায় একাংশ বালি ও কয়লা মাফিয়া চক্র সক্রিয় । এছাড়াও ওভারলোডিং এর ফলে রাস্তার ক্ষতি হচ্ছে নানা জায়গায় । অবৈধ বালি খাদান বন্ধে এবার ড্রোন ক‍্যামেরার সাহায‍্যে নজরদারি শুরু করলো বীরভূম জেলা পুলিশ । পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী জানিয়েছেন , পুলিশ কর্মীরা যেমন রাস্তায় রাস্তায় নজরদারি চালাচ্ছেন তেমনি বিভিন্ন নদীতেও নজরদারি চালানো হচ্ছে । ড্রোন ক‍্যামেরার মাধ‍্যমে নানা জায়গায় দেখা হয় বালি খাদান কোথাও চলছে কি না । তবে সেরকম কোনো হদিশ পাওয়া যায় নি । গতকাল রাতে দুটি ট্রাক আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার । কোনোভাবেই অবৈধ বালি খাদান চালানো যাবে না বলে মুখ‍্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন তা কার্যকর করতেই কড়া পদক্ষেপ বীরভূম জেলা পুলিশের । তিলপাড়া ব‍্যারেজ সংলগ্ন এলাকায় নজরদারি চালালো মহম্মদবাজার থানার পুলিশ । অনান‍্য এলাকাতেও নজরদারি চলবে বলে জানা গেছে ।